Ad T1

জাবি শিক্ষার্থীদের চার ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটা বাতিলের জন্য উপাচার্যকে রাত নয়টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে আন্দোলনের পর উপাচার্যের সাথে দীর্ঘ ১ ঘণ্টা কথা বলা শেষে বিকাল পাঁচটায় পোষ্য কোটা বাতিলের জন্য উপাচার্যকে ৪ ঘণ্টা সময় বেধে দেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী নাবিল বলেন, আমরা উপাচার্যকে চার ঘণ্টা সময় বেধে দিয়েছে। এরমধ্যেই তাকে পৌষ্য কোটা বাতিল করতে হবে।

এদিকে উপাচার্যকে চার ঘণ্টা আল্টিমেটাম দেওয়ার পর অবরুদ্ধ কর্মকর্তা–কর্মচারীকে ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর উপাচার্য মিটিং এর জন্য প্রশাসনিক ভবনে প্রবেশ করলে পুনরায় প্রশাসনিক ভবনের গেট তালাবদ্ধ করে দেয় শিক্ষার্থীরা।

এদিকে পোষ্য কোটার সুবিধা পূর্বের ন্যায় ফিরিয়ে না আনার দাবিতে আগামীকাল থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিশোধ। সোমবার বিকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোষ্য ভর্তির বিভাগীয় সকল শর্ত বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হলো। তবে জরুরি সেবা সমূহ এর আওতামুক্ত থাকবে। তবে প্রয়োজনে জরুরি সেবা এর আওতাভুক্ত করা হবে।

সর্বশেষ এই সংবাদ লেখার সময় পর্যন্ত পোষ্য কোটার বিষয়ে উপাচার্যের সভা চলছে।

বিষয়:

জাবি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত