Ad T1

হাবিপ্রবিতে মুছে ফেলা হলো শেখ মুজিব-হাসিনার নাম

প্রতিনিধি, হাবিপ্রবি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৩৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে জড়ো হন তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেন। এছাড়া বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে বিজয়-২৪ নামকরণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুজ্জামান নূর বলেন, বাবাকে নিয়ে ব্যবসা করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সব ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।

আরেক সমন্বয়ক সুজন ইসলাম বলেন, ৭১’ পরবর্তী বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিব। শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছেন। তাই আমরা তাদের কোনো নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখবো না।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত