Ad T1

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর শাখা ছাত্রশিবিরের আয়োজনে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে "মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শুরু হয়। পরে র‍্যালিটি শাহবাগ মোড় হয়ে মৎস ভবন ও পরে প্রেসক্লাব হয়ে পল্টনে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠার পর থেকে শিবিরের উপর নির্যাতনের ধারাবাহিকতা থাকলেও সংগঠনটির অবদানকে কেউ দমিয়ে দিতে পারেনি। ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছিল এর কারণে ছাত্রসমাজের কাছে ছাত্ররাজনীতি ভয় ও আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু শিবির সবসময় ভালো নাগরিক তৈরি করার ছাত্ররাজনীতি করেছে।

বক্তব্য প্রদানকালে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষাকমিশন গঠন করতে হবে। এছাড়াও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রদলসহ ইসলামী মূল্যবোধের ছাত্রসংগঠনকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তুলার আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির সংগীতের রচয়িতা ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলী, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ। এসময় র‍্যালিতে ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিষয়:

ঢাবি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত