প্রতিনিধি, ঢাবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য ঘটনায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয় সংগঠনটি।
এসময় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া, হামলা ও মামলার ঘটনায় পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেওয়াসহ দাবিগুলো দ্রুত মেনে নেওয়া আহ্বান জানান। দাবি না মানলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি-যুবদল ক্যাডাররা সাধারণ ছাত্রদের ওপর নির্মম হামলা চালায়। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের জোরপূর্বক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মাছুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল কার্যক্রম পরিচালনা করে এমনকি ছাত্রদল-যুবদল-বিএনপির যৌথ হামলার সময়েও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সেই হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিলো সহিংস রাজনীতির বদলে সমাজে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অবস্থান বজায় রাখা। কিন্তু, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি আগের মতই সহিংসতা চালিয়ে যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আশার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরাপুরি বিপরীত। চাঁদাবাজি, দখলদারি, হামলা, মামলা বাণিজ্য কোনোকিছুই বন্ধ থাকছে না।
এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। তাদের দাবিগুলো হলো-
কুয়েটে ছাত্রদল-যুবদলের হামলা, মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা; আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করা; কুয়েটের ভিসি ড. মোহাম্মদ মাছুদকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করা; ৪৮ ঘণ্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দেওয়া এবং মাহিন আহম্মেদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১৪ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বৈরাচারের দোসর রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে