Ad T1

ঢাবিতে দুদিনের ইন্টারন্যাশনাল মাল্টিফেইথ কর্মশালা শুরু

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগ (আইডব্লিওএমডি-২০২৫) শুরু হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয়। যৌথভাবে এর আয়োজন করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মাল্টিফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টার-রিলিজিয়াস অ্যান্ড ইন্টার-কালচারাল ডায়লগ (সিআইআইডি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) ও আমেরিকান ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড থট (এআইআইটি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ঢাবি অধ্যাপক ও আইডব্লিওএমডি ২০২৫-এর কনভেনর ড. মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইটি’র মহাপরিচালক ও আইডব্লিওএমডি ২০২৫-এর কো-কনভেনর অধ্যাপক ড. এম আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ।

আরও বক্তব্য রাখেন মুসলিমদের পক্ষ থেকে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী, হিন্দুদের পক্ষ থেকে শ্রীমত স্বামী অম্বেশানন্দ, খ্রিস্টানদের পক্ষ থেকে আরচ বিশপ বিজয় দে, বৌদ্ধদের পক্ষ থেকে প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সঙ্গে এ দেশে বসবাস করে। এ দেশের মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে অধিকারে বৈষম্য বা বিভাজন করে না। সম্মেলনটি বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, এই আয়োজনের লক্ষ্য হলো সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় নেতা ও সম্প্রদায়ের প্রভাবশালীদের একত্রিত করা। পারস্পরিক আস্থা বৃদ্ধি ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। শান্তি ও সম্প্রীতির অনুকূল পরিবেশ নির্মাণে কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ এবং সরাসরি বাংলাদেশের সম্প্রদায়গুলোকে এমন প্রকল্পে জড়িত করা।

১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত