Ad T1

ঢাবির 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।  

বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪০ জন পরীক্ষার্থী।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার সময় পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ। এছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত