Ad T1

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ-তফসিল

প্রতিনিধি, রাবি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৬

চলতি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল প্রকাশিত হবে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অধ্যাপক ড. নকীব বলেন, এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারবো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকসু নির্বাচন আয়োজনের জন্য কাজ চলমান রয়েছে। নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের অচলাবস্থা নিরসন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত