তথ্য-প্রযুক্তি ডেস্ক
সমাজ, দর্শন ও বিজ্ঞানের দুই পথিকৃতের মৃত্যুবার্ষিকী (১৪ মার্চ) আজ। তারা হলেন—বিখ্যাত দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক বিপ্লবী কার্ল মার্ক্স ও বিখ্যাত পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, কসমোলজিস্ট স্টিফেন উইলিয়াম হকিং।
১৮১৮ সালের ৫ মে জার্মানিতে জন্ম হয় কার্ল মার্ক্সের। ১৮৮৩ সালের আজকের এই দিনে তার মৃত্যু হয়। সমাজ, অর্থনীতি ও রাজনীতি নিয়ে অসাধারণ সব তত্ত্ব দিয়েছেন এই দার্শনিক। যা পরে তার অনুসারীদের মাঝে মার্ক্সবাদ নামে পরিচিত হয়ে ওঠে।
এ ছাড়া, ২০১৮ সালের আজকের এই দিনে মৃত্যু হয় স্টিফেন হকিংয়ের। তিনি ১৯৪২ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তাকে বিশ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজি) প্রধান ছিলেন। মূলত আইনস্টাইনের বিভিন্ন তত্ত্বকে আরও সম্প্রসারিত করেছেন হকিং।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বৈরাচারের দোসর রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে