রংপুর অফিস
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দু’টির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ভিসি ড. এম শওকাত আলী। এর আগে ভিসির সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য উপস্থিত ছিলেন।
ভিসি শওকাত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ হল এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলের পরিবর্তে শহীদ ফেলানী হল নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ১৬ জুলাইকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে আবেদনের সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা ছাড়াও পরীক্ষা না দিয়ে পাশ করা ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
৫ ফেব্রুয়ারি রাতে ওই দু’টি হলের নামফলক ভেঙ্গে দিয়ে তাতে বিজয় ২৪ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা। তবে সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা আমরা রাখবো না। এরমধ্যেই দু’টি হলের নামফলক আমরা ভেঙ্গে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি। তবে আমরা রংপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছি। সে ব্যাপারে সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত নেয়নি। এতে আমরা হতাশ হয়েছি।
এমএস
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দু’টির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ভিসি ড. এম শওকাত আলী। এর আগে ভিসির সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য উপস্থিত ছিলেন।
ভিসি শওকাত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ হল এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলের পরিবর্তে শহীদ ফেলানী হল নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ১৬ জুলাইকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে আবেদনের সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা ছাড়াও পরীক্ষা না দিয়ে পাশ করা ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
৫ ফেব্রুয়ারি রাতে ওই দু’টি হলের নামফলক ভেঙ্গে দিয়ে তাতে বিজয় ২৪ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা। তবে সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা আমরা রাখবো না। এরমধ্যেই দু’টি হলের নামফলক আমরা ভেঙ্গে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি। তবে আমরা রংপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছি। সে ব্যাপারে সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত নেয়নি। এতে আমরা হতাশ হয়েছি।
এমএস
স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালের ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রথম নিহত হন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ। তিন ভাই-বোনের মধ্যে শ্রাবণ ছিলেন সবার বড় এবং মা-বাবার একমাত্র পুত্র সন্তান।
৪ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোর একটি ছিল ১৯ তারিখ শুক্রবার। জুমার নামাজ শেষে রাজধানীর আফতাবনগরের গেটের সামনে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন মো. ইমন কবীর। র্যাব, পুলিশ ও বিজিবি সুসজ্জিত বাহিনীর মুহুর্মুহু গুলি চলে।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে লক্ষ্মীপুরে প্রথম শহীদ হন মেধাবী ছাত্র সাদ আল আফনান। আফনান হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার পর থেকে গত ছয় মাসেরও বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি।
২ দিন আগে‘বাবা আমি মইরা যামু, আমার লাশটা নিয়া যাইও’ বাবা আবুল হোসেনের সঙ্গে এটিই ছিল শহীদ নাফিসা হোসেন মারওয়ার শেষ কথা। গুলি খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর বাবার মোবাইলে মৃদু কণ্ঠে কথাগুলো বলেছিলেন নাফিসা।
৩ দিন আগে