স্টাফ রিপোর্টার
মার্চ মাসে কমপক্ষে ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৭৩৩ জন। এ ছাড়াও ২৮৪ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের পাশাপাশি ৪১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
বুধবার বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি বলছে, পবিত্র মাহে রমজান মাসে বিগত বছরগুলোর তুলনায় দ্রব্যমূল্য ও ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ এসব সহিংসতার ঘটনা ঘটেছে।
এইচআরএসএস জানায়, মার্চে ৯৭টি সহিংসতার ঘটনার ৮৮টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। এছাড়াও, গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ কমেছে এবং জামায়াত ও এনসিপির মধ্যে সংঘর্ষ বেড়েছে। এছাড়াও দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ৮টি ঘটনা ঘটেছে ।
মানবাধিকার এ সংস্থাটি আরও জানায়, গতমাসে কমপক্ষে ২৮৪ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ১৩৩ জন, যাদের মধ্যে ৮৩ (৬২ শতাংশ) জন আঠারো বছরের কম বয়সী শিশু।
অত্যন্ত উদ্বেগের বিষয় জানিয়ে সংস্থাটি জানায়, ৩০ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে ও আত্মহত্যা করেছেন একজন নারী।
নির্যাতনের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। সংগঠনির তথ্যমতে, গত মাসে অন্তত ২৯টি ঘটনায় কমপক্ষে ৪১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন চারজন, হুমকির সম্মুখীন হয়েছেন পাঁচজন ও গ্রেফতার হয়েছেন দুজন। এছাড়াও তিনটি মামলায় ৭ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, এ মাসে রাজধানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক ।
এই অবস্থায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষার্থী, ও নাগরিকদের সাথে আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি উন্নয়ন করা জরুরি বলে সুপারিশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।
মার্চ মাসে দেশে ৫৯৩ সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত হয়েছেন, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৪৬ জন। রেলপথে ৪০ দুর্ঘটনায় ৩৪ জন নিহত, আহত হয়েছেন ৬ জন। নৌ-পথে ৮ দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত হয়েছেন ১ জন।
১৭ মিনিট আগেক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের শোক পালন করছে বাংলাদেশ। বুধবার তার মৃত্যুতে সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। আগামী শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত শোক পালন করা হবে।
৩৬ মিনিট আগেক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেনির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং বর্তমান কমিশনের কমিশন সভার সিদ্ধান্তের আলোকে কাজ শুরু করেছে এ সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি। স্বাধীন বিচার বিভাগের আদলে এই কমিশন হবে। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে