বিশেষ প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করে যেতে চায়। যেখানে মানুষ বৈষম্যের শিকার, অবিচারের শিকার, যেখানে মানুষ কষ্টে আছে সেখানেই বর্তমান সরকার মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে।
রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে দয়াল ভরসা মৎস্য বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, যারা সত্যিকারের মৎস্যজীবী তারা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না। জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা। যারা দাদন দিয়ে ব্যবসা করে; জেলেদের আটক করে রাখে তারাই মূলত দুষ্ট ব্যবসায়ী।
দেশের জন্য মাছের আড়তদারদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, যাত্রাবাড়িতে একটি কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে এবং যেখানে আলাদা আলাদা করে থাকবে সবকিছু।
তিনি আরও বলেন, কমপ্লেক্স নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় যাত্রাবাড়িতে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে।
মৎস্য উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বাজারে আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা দূর করা হবে। তবে দয়া করে মাছের দাম অহেতুক বাড়াবেন না। অনেকেই জাটকাকে ইলিশ মনে করে; আবার যারা হিমায়িত ইলিশ সরবরাহ করছে তারা মানুষকে ভুল বার্তা দিচ্ছে। কারণ পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এসময় কোন ইলিশ সরবরাহ করা হবে না সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, জুনের পর এই জাটকা যখন ইলিশে পরিণত হবে তখন তা বাজারে আসবে। বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ; খেটে খাওয়া মানুষ হয়ত বা ইলিশ মাছ কিনে খেতে পারে না। তাহলে ইলিশ মাছ যেন আমরা কিনে খেতে পারি সে কাজটিই আমাদের করতে হবে। জুনের পর ইলিশ যেন ক্রয় সীমার মধ্যে থাকতে পারে সে লক্ষ্যে আমাদের একসাথে কাজ করতে হবে।
তিনি আড়তদের উদ্দেশ্যে বলেন, প্রতিজ্ঞা করেন জাটকা ধরবেন না আর জুনের পর ইলিশের দাম অহেতুক বাড়াবেন না।
মার্চ মাসে দেশে ৫৯৩ সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত হয়েছেন, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৪৬ জন। রেলপথে ৪০ দুর্ঘটনায় ৩৪ জন নিহত, আহত হয়েছেন ৬ জন। নৌ-পথে ৮ দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত হয়েছেন ১ জন।
৩৬ মিনিট আগেক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের শোক পালন করছে বাংলাদেশ। বুধবার তার মৃত্যুতে সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। আগামী শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত শোক পালন করা হবে।
১ ঘণ্টা আগেক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেনির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং বর্তমান কমিশনের কমিশন সভার সিদ্ধান্তের আলোকে কাজ শুরু করেছে এ সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি। স্বাধীন বিচার বিভাগের আদলে এই কমিশন হবে। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে