এডহক থেকে ক্যাডারভূক্ত চিকিৎসকদের ভোগান্তি
স্টাফ রিপোর্টার
বিভাগীয় পরীক্ষাসহ অন্যান্য সব নিয়ম মেনে ক্যাডারভূক্ত হতে চাইলেও তৎকালীন সরকার সেটি না করেই নন ক্যাডার পরে ক্যাডারভূক্ত করেছে। এখন সেই ক্যাডারভূক্তি নিয়ে একের পর জটিলতা ও হয়রানির মুখে পড়ছি আমরা। সরকারের ভুলের মাশুল আমরা কেন দেব? -ঠিক এভাবেই আক্ষেপ করছিলেন এডহক থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা।
এ অবস্থায় চাকরিতে প্রথম যোগদান থেকে স্থায়ীকরণ এবং চলমান পদোন্নতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণসহ চার দফা দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে চারদফা দাবির স্মারকলিপি প্রদান করেন ক্যাডারভুক্ত এ চিকিৎসকরা। এ সময় ভুক্তভোগী কয়েক শত চিকিৎসক উপস্থিত ছিলেন।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. জাকির হুসেইন এবং সদস্য সচিব ডা. মো. জাহীদ ইকবালের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ২০১০-২০১১ সালে এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হন তারা। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হয়ে চাকরিতে প্রথম যোগদানের পর থেকেই নানা ধরনের একাডেমিক, সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের। বর্তমানে চলমান পদোন্নতি প্রক্রিয়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকগণকে পদোন্নতির প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অপচেষ্টা চলছে। অথচ সরকারই এ পদোন্নতি দিয়েছিল। এ অবস্থায় সার্বিক বিষয়গুলো নিয়ে চার দফা দাবি বাস্তবায়নে মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
দাবির মধ্যে রয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী (এডহক / প্রকল্প থেকে পরবর্তীতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসক) চাকরিতে প্রথম যোগদানের তারিখ হইতে ক্যাডার পদে স্থায়ীকরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যাডার, প্রকল্প ও এডহক চিকিৎসকগণের পদোন্নতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গঠিত কমিটির চলতি বছরের ১৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার এবং ননক্যাডার সকল চিকিৎসককে বিদ্যমান শুন্যপদ, সুপারনিউমেরারী পদ এবং অন্যান্য সকল পদে পদোন্নতি প্রদান করতে হবে।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকদের মধ্যে যাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা নাই তাদেরকে নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রশাসনিক পদে (ইউএইচএফপিও এবং ৬ষ্ঠ গ্রেডভুক্ত অন্যান্য পদ) পদায়নের ব্যবস্থা করতে হবে। অতি সম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ইউএইচএফপিও এবং আরএমওদের মধ্যে যাদেরকে অন্যায় ভাবে মেডিকেল অফিসার/ সহকারী সার্জন হিসাবে পদ অবনমন করে বদলী করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মহামান্য আদালতের রায় অনুযায়ী পূর্ব পদে বহাল করতে হবে।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্যাডারভুক্ত চিকিৎসকরা। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাকির হুসেইন বলেন, ‘উপজেলায় যখন কোনো চিকিৎসক ছিল না, মানুষ চিকিৎসা পাচ্ছিল না, সরকারের ডাকে আমরা সাড়া দিয়েছি। ১০ হাজারের বেশি চিকিৎসক পরীক্ষা দিয়েছে। এর মধ্য দিয়ে পরীক্ষা, তথ্য যাচাই বাছাই করে কয়েক হাজার চিকিৎসককে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। একেক জন ১৪ থেকে ১৫ বছর ধরে কাজ করছি। আমাদের নিয়মিতকরণ ও পদোন্নতি এবং ক্যাডারভূক্ত করার সময় বিভাগীয় পরীক্ষাসহ অন্যান্য সব নিয়মকানুন মেনে করার দাবি জানিয়েছিলাম আমরা।’
তিনি বলেন, ‘কিন্তু সরকারের পক্ষ থেকে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বলা হয়েছিল কোনো প্রয়োজন নেই। কিন্তু বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা হঠাৎ করেই আদালতে রিট করলে আমাদের ক্যাডারভূক্তির বিষয়টিতে জটিলতা দেখা দেয়। আমরা তো সরকার যেভাবে চেয়েছে, সেভাবে করেছি। তাহলে আমাদের ভুল কোথায়? এখন চাকরি, পরিবার নিয়েই আমরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি।’
গণকটুলি সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯টি ১০ তলা ভবন এবং পোস্তগোলা এলাকায় ১টি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রতিটি ভবনে একটি ফ্লোরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি করা হবে।
২ ঘণ্টা আগেএম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর বিশ্ববাণিজ্যের জন্য একটি নবদিগন্ত উন্মোচন করবে। এটি কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের মৎস্যখাতে দক্ষিণ কোরিয়া কারিগরি সহায়তার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সামুদ্রিক মৎস্য এবং এ সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
৪ ঘণ্টা আগেক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়টি অনুসন্ধান চলছে। খুব শীঘ্রই তদন্ত শেষ হবে।
৫ ঘণ্টা আগে