Ad T1

দৈনিক আমার দেশ-এর সংবাদ সম্মেলন কাল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ১২
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৭

সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকা। কাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে পত্রিকাটির সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখবেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানপরবর্তী মুক্ত পরিবেশে দৈনিক আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশ হতে যাচ্ছে ২২ ডিসেম্বর। এই উপলক্ষে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

২০০৪ সালে বাজারে আসে দৈনিক আমার দেশ পত্রিকা। ২০১৩ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

আওয়ামী রোষানলে পড়ে দুইবার গ্রেপ্তার হন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান। সাড়ে তিন বছর কারা নির্যাতন ভোগ করার পর ২০১৬ সালের নভেম্বরে জামিন পেয়ে সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দেশে ফিরে পত্রিকাটি পুনঃপ্রকাশের উদ্যোগ নেন ড. মাহমুদুর রহমান।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত