Ad T1

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ২৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ও সাবেক এমপি দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার সন্ধ্যায় তাকে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ডিসি (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর একাধিক থানায় তার নামে মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

জানা গেছে, দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ ডামি জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছিলেন তিনি। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর পতিত সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত