Ad T1

বিসিকের সহকারী মহাব্যবস্থাপক

আমাকে ছাত্রলীগ বানিয়ে দিচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৩
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৭

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুর রহমান (রাশেদ) বলেছেন, ‘১৮ বছরেও কোন রাজনীতি করিনি। কিন্তু আমাকে ছাত্রলীগ বানিয়ে দিচ্ছে। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি থানায় কোন সাধারণ ডায়রি করিনি। আমি আগে ফেসবুক ব্যবহার করলেও এখন করা হচ্ছে না। এক প্রশ্নের জবাবে আমার দেশকে রাশেদুর রহমান বলেন, আমি আগে কিছু পোস্ট করেছিলাম কিন্তু এখন করা হয় না। কিছুলোক আমার পিছনে লেগেছে।

ফেসবুকে মোহাম্মদ রাশেদুর রহমানের পোস্ট

১৯ আগস্ট ২০২৪ বেলা ১টা ১০ মিনিট: ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদ উভয়ই পরিত্যাজ্য।

২২ আগস্ট ২০২৪, বেলা ১টা ৯ মিনিট: লুটপাট, হিংসা, ধ্বংসযজ্ঞ বন্ধ করে বন্যার্ত্যদের সাহায্য করুন। বন্যায় দল অনুযায়ী প্রাণহানি হচ্ছে না। সবাই মরছে।

৩০ আগস্ট ২০২৪, বেলা ১টা ৮ মিনিট: ধৈর্য, কেবল ধৈর্যই কিছুটা শান্তি রক্ষা করতে পারে। ২ ঘণ্টারও বেশি সময় বসে আছি ভোগরা বাসস্ট্যান্ড, গণতান্ত্রিক পরিবেশে!

১৭ জুলাই বেলা ১টা ১০ মিনিট: মানুষের যখন পতন আসে কখন পদে পদে ভুল হতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অসমাপ্ত আত্মজীবনী)।

কর্মকর্তা ও কর্মচারীদের দাবি

জুলাই আগস্ট বিপ্লবে প্রায় ২ হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধাচারণকারী মোহাম্মদ রাশেদুর রহমান (রাশেদ) সহকারী মহাব্যবস্থাপক বিসিক, তার ফেসবুক পোস্টের বক্তব্য অনুযায়ী একজন রাষ্ট্রদ্রোহী অপরাধের অপরাধী হিসেবে আইনত গণ্য এবং কঠোর শাস্তির আওতায় আনার মতো অপরাধ সংগঠিত করেছে। রাষ্ট্রদ্রোহিতার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত