অর্থনৈতিক রিপোর্টার
ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থলপথ ব্যবহার করে সুতা আমদানি বন্ধে গত মার্চের শেষের দিকে এনবিআরকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছিল বাণিজ্যমন্ত্রণালয়ের আওতাধীন ট্যারিফ কমিশন। সে চিঠির প্রেক্ষিতে আমদানি নিষিদ্ধ করে এ প্রজ্ঞাপন জারি করেছে।
গত ১৩ এপ্রিল জারি করা এ প্রজ্ঞাপন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তবে স্থলপথে নিষেধাজ্ঞা থাকলেও সমুদ্র বা অন্যপথে আমদানিতে বাধা নেই।
বাংলাদেশে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, তুলনামূলক কম মূল্যে স্থলপথে ভারত থেকে সুতা আমদানির কারণে দেশিয় উৎপাদনকলগুলোর বিপুল পরিমাণ সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এ কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া বন্ডের মাধ্যমে আমদানিকৃত সুতা খোলাবাজারে বিক্রিরও অভিযোগ করে আসছেন।
তবে সুতা ব্যবহারকারী তৈরি পোশাকখাত সংশ্লিষ্টরা বলছেন, সুতার মূল্য বেড়ে গেলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে।
এনবিআরের জারি করা প্রজ্ঞাপনের ফলে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারীসহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানি করা যাবে না।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দুটি বন্ধুপ্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।
৩৬ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং তার বাবা মো. কমর উদ্দিনের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেদেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে দায়েরকৃত রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক ইতোমধ্যে সুপারিশকৃত মামলাসমূহের তালিকা আগামী কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগে