Ad T1

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭: ০২

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম গতকাল সোমবার পটুয়াখালীতে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মামলায় সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের বিরুদ্ধে ২০০০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাবে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

তার স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত