Ad T1

আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন সৃজনশীল প্রকাশকরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০: ২৮

বইমেলায় স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন প্রথা বাতিল এবং বিগত ফ্যাসিস্ট সরকারের লুটেরা প্রকাশকদের কালো তালিকাভুক্তিসহ চার দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের প্রকাশকরা। গতকাল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হল প্রাঙ্গণে অনশন করেন তারা।

প্রকাশকরা বলেন, বাংলা একাডেমির অতি উৎসাহী কিছু কর্মকর্তা লুটপাটকারী ৩৫ জন প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশককে সুযোগ করে দেওয়ার জন্য ওঠেপড়ে লেগেছে। লুটপাটকারীরা এসব প্রকাশকের সঙ্গে বাংলা একাডেমির অসাধু কর্মকর্তাদের রয়েছে অনৈতিক যোগসাজশ। ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালালেও দালাল কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজ চালিয়েই যাচ্ছেন।

বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, কবি আবদুল হাই শিকদার, কবি মোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ছিদ্দিকুর রহমান অনশনস্থলে ছুটে আসেন।

মহাপরিচালক অনশনরতদের দাবি যুক্তিযুক্ত বলে মেনে নেওয়ার আশ্বাস দেন। মেলা পরিচালনা কমিটির মাধ্যমে তা বাস্তবায়নও সম্ভব বলে জানান তিনি। কবি আবদুল হাই শিকদার, কবি মোহন রায়হান ও প্রফেসর ছিদ্দিকুর রহমান প্রকাশকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রকাশকরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন সানু, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মিজানুর রহমান সরদার, হেলাল উদ্দিন (হাসি প্রকাশনী), বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন, মশিউর রহমান (সৃজনী প্রকাশন), শিহাব বাহাদুর (মুক্তচিন্তা), মাসুদুল হক (উত্তরণ) ও বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত