Ad T1

আ.লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে: নাহিদ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৪
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৩০

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।

সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানে ‘দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাবো। অন্তর্বর্তীকালীন সরকার আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি। ফলে শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি এই কমিটমেন্ট আমরা রক্ষা করবো।

নাহিদ আরো বলেন, আমাদের অভ্যুত্থান এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলনের ধরন হয়ত পরিবর্তন হবে। কিন্তু, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা এখনও দেখছি নানানদিক দিয়ে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা চালাচ্ছে, আমরা বলতে চাই, জুলাই মাসকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা শেষ হয়নি। যদি বিন্দুমাত্র আস্ফালনের চেষ্টা করা হয়, আমরা দ্বিগুণ শক্তিতে আপনাদের প্রতিহত করবো।

উল্লেখ্য, অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা বিপুল সম্ভাবনার যুগে প্রবেশ করেছি পাশাপাশি এর বড় চ্যালেঞ্জও আছে। এসময় আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের কাছে বিশ্ববিদ্যালয়, জাতি ও ব্যক্তি হিসেবে চিরঋণী।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরাই হিরো। আমরা তোমাদের স্যালুট জানাই। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই নিয়ে আমরা এগিয়ে যাবো।

এমএস

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত