Ad T1

ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৬
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯: ৩৫

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংকে প্রবেশকারী ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। যৌথ বাহিনীর অভিযানে অবশেষে ব্যাংকের কর্মকর্তা কর্মচারি সহ ১৫ জন নিরাপদে বের হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সাড়ে তিনঘন্টার যৌথ অভিযানের পর ডাকাত দলের ৩ সদস্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে তিনজন ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। খবর পেয়ে আশপাশের লোকজন মসজিদের মাইকে ব্যাংকে ডাকাত ঢুকার ঘোষণা দিলে আশপাশের মানুষ জড়ো হয়ে বাইরে থেকে ব্যাংকে তালা লাগিয়ে দেন। এ সময় ব্যাংকে কর্মকর্তা কর্মচারি সহ ১৫ জন জিম্মি ছিলেন।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ডাকাতদের সাথে প্রথমে সমঝোতা করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে তারা রাজি হয়নি। পরে অভিযান জোরদার করা হলে ডাকাতদল আত্নসমর্পনে বাধ্য হয়।

বিষয়:

ব্যাংক
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত