Ad T1

রুমা উপজেলায় আর্থিক অনুদান দিল বিজিবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ১৮
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রুমা ব্যাটালিয়ন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরে আনন্দ পাড়ায় বসবাস জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির ব্যবস্থাকল্পে ৫০০ ফুট পানির পাইপ ও শিক্ষা উপকরণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি।
রোববার রুমা ব্যাটালিয়নের নায়েব সুবেদার মিজানুর রহমান এ অনুদান হস্তান্তর করেছে বলে বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, আনন্দপাড়া অত্যন্ত গৃহীন ও দুর্গম হওয়ায় সেখানকার জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল। এ সমস্যা দূরীকরণের জন্য ওই এলাকার লোকজন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজার কাছে ৫০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন জানান। পাহাড়ি জনগোষ্ঠীর এ মানবিক আবেদনে সাড়া দিয়ে অধিনায়ক তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আনন্দপাড়ায় বসবাসরত জনগোষ্ঠীর কাছে ৫০০ ফুট পানির পাইপ এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিষয়:

বিজিবি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত