Ad T1

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ

বেগম পাড়ার টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৪

বাংলাদেশ থেকে চুরি যাওয়া টাকা ফেরত আনার জন্য আবারও কানাডার সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, বেগম পাড়া নামে একটি পুরো এলাকা আছে, যেখানে দুর্নীতিবাজদের পরিবারের সদস্যরা বসবাস করে। আমরা দুর্নীতি থেকে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করছি, কারণ দুর্নীতি সর্বত্র।

বাংলাদেশকে কানাডা সরকারের সহায়তার আশ্বাস দিয়ে কানাডার মন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির টাকা চাই না, কানাডা জনগণের লুটপাটের টাকা চায় না।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ কথা জানান দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন।

বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি বৈদেশিক বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তির (এফআইপিএ) বিষয়ে প্রযুক্তিগত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে কানাডা।

তিনি বলেন, এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। তারা এটিকে একটি সংকেত হিসেবে দেখবে।

কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করা এবং বাংলাদেশের যুব শক্তির সুযোগ নিয়ে দেশটিকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কানাডার মন্ত্রীকে অনুরোধ করেন।

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করে কানাডার মন্ত্রী বলেন, আমি জানি বাংলাদেশের জনগণ তাদের আশা ও প্রত্যাশা পূরণের জন্য আপনার এবং আপনার দলের দিকে তাকিয়ে আছে।

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে কানাডার মন্ত্রী বলেন, তারা বাংলাদেশ থেকে যে কোনো বৈধ শিক্ষার্থীকে স্বাগত জানাবেন এবং স্টুডেন্ট পারমিটের সংখ্যা কমানোর দেশটির সাম্প্রতিক সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশিদের লক্ষ্য করেনি।

তিনি বলেন, আমরা ভিসা সংকোচন করেছি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নয়। বাংলাদেশের যেকোনো বৈধ শিক্ষার্থীকে স্বাগত জানাই।

প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, আসন্ন সাধারণ নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার বিষয়েও আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিং এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

এমএস

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত