Ad T1

১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তির আহ্বান ড.ইউনূসের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২২
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৪

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।

বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এ কথা বলেন। বৈঠকে দুইদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধিদলের বিনিময় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন আমরা এগুলো এক সঙ্গে মীমাংসা করি, যাতে আমরা এগিয়ে যেতে পারি। শাহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা হয়েছে। তবে যদি অন্য কোনো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত। ‘আমরা সত্যিই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই।’

এ সময় ড. ইউনূস ও শাহবাজ শরীফ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন,‘এটি একটি অগ্রাধিকার বিষয়। সার্ক পুনরুজ্জীবনে অধ্যাপক ইউনূসের উদ্যোগ এবং সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের কাজের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সমবেদনা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাবে ডেঙ্গু মোকাবিলায় যে অভিজ্ঞতা রয়েছে তা শেয়ার করতে প্রতিনিধি দল পাঠাতে পারে পাকিস্তান। বাংলাদেশে আধুনিক চিনিকল স্থাপনে সহযোগিতার কথাও জানান শাহবাজ শরীফ।

ইউনূস তার সমর্থনের জন্য শরীফকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ড. ইউনূসের বিশেষ দূত লুতফে সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।

Ad

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা: রিজওয়ানা হাসান

স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করবে মেডিসিন সোসাইটি

এবার লামায় ২৬ রাবার শ্রমিক অপহরণ : মুক্তিপণ দাবি

দেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

যুব কাবাডির জাতীয় পর্বের দ্বিতীয় দিনে ২০ ম্যাচ সম্পন্ন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত