Ad T1

আবারও কমতে পারে রাতের তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৮
ছবি: সংগৃহীত

আগামী দুই দিনে আবারও রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এছাড়া আগামী রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত