স্টাফ রিপোর্টার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সামান্য বৃষ্টিপাতও হয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়।
এদিকে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে অস্বস্তি বিরাজ করছিল জনজীবনে। এর মাঝে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া স্বস্তি দিয়েছে জনজীবনে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বাতাসের গতিবেগ ছিল ৪৫ পর্যন্ত ৬০ কিলোমিটার পর্যন্ত ছিল। তবে এর স্থায়ীত্ব খুবই কম সময় ছিল। এর আগে রাজশাহী বিভাগের দিকে কালবৈশাখী ঝড় হয়েছে। ঢাকা হয়ে এটি নোয়াখালী-কুমিল্লার দিকে সরে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃষ্টিপাতের পরিমাণের বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, খুবই সামান্য বৃষ্টি হয়েছে। এটা পরিমাণ করার মতো না।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, বেশিরভাগ এলাকায় ধুলিঝড় হয়েছে। কয়েক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বাতাসের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেদেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ দিন আগেআজ (২২ এপ্রিল) দুপুর ১টার মধ্যে দেশের তিন জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ দিন আগেচট্টগ্রাম ও সিলেটসহ ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
৬ দিন আগে