Ad T1

প্রবীণ সাংবাদিক শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ৩৭
শেহাবউদ্দিন আহমেদ নাফা

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই। রোববার বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শেহাবউদ্দিন আহমেদ নাফা চৌমুহনী থেকে প্রকাশিত সাপ্তাহিক কৈফিয়ত পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এছাড়াও তিনি ইন্ডিপেনডেন্ট, ডেইলি স্টার ও অধুনালুপ্ত বাংলাদেশ টাইমসসহ দীর্ঘদিন বিভিন্ন ইংরেজি দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাদ এশা সায়েন্স ল্যাব বায়তুল মা’মুর জামে মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া শেহাবউদ্দিন আহমেদ নাফা—এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:

সাংবাদিক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত