Ad T1

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত

ইইউ ও ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২৩: ৫৬
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০০: ৫৫
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদল, স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দলটির প্রস্তাবিত সংস্কারসমূহ ও জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনসহ পতিত শেখ হাসিনা সরকারের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মঙ্গলবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এদিকে, বাংলাদেশে ইইউ দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে গভীর মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা তাদের দলের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। অপরদিকে ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থনের কথা জানিয়েছে।

বিষয়:

এনসিপি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত