বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
স্টাফ রিপোর্টার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদল, স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দলটির প্রস্তাবিত সংস্কারসমূহ ও জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনসহ পতিত শেখ হাসিনা সরকারের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মঙ্গলবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এদিকে, বাংলাদেশে ইইউ দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে গভীর মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা তাদের দলের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। অপরদিকে ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থনের কথা জানিয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামরে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রস্তাবিত ‘আচরণ বিধিমালা’ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
৬ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ি থেকে বিক্ষোভ শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৃহত্তর তেজগাঁও শাখা।
৬ ঘণ্টা আগেরোজায় সরকারের বিশেষ পদক্ষেপ এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। এখন আবার সবজিসহ দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে। বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হতে হবে। কারণ রমজানের পর বাজারে আবারো পূর্বের সিন্ডিকেট সক্রিয় হয়েছে।
৭ ঘণ্টা আগে