Ad T1

বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২১

আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

রোববার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, বর্ধিত সভায় দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্যবৃন্দ। জেলা কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি / আহ্বায়ক ও সদস্য সচিব। থানা, উপজেলা, পৌর কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি / আহ্বায়ক ও সদস্য সচিব। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা। ১১টি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও সেক্রেটারি উপস্থিত থাকবেন।

এমএস

বিষয়:

বিএনপি
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত