Ad T1

সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী: ডা. তাহের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৬: ৩৯
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯: ২৬
জাতসিংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা জামায়াতের পক্ষ থেকে আমি এবং দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অংশ নিয়েছিলাম। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
পরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে এবং একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে কথা বলেছি। টেকসই গণতন্ত্রের ব্যাপারে কথা বলেছি। এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবও আমাদের বেশিরভাগ বক্তব্যে সমর্থন প্রকাশ করে বলেছেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে সহযোগিতা করবেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী। তাকে জামায়াতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত