স্টাফ রিপোর্টার
জাতসিংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা জামায়াতের পক্ষ থেকে আমি এবং দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অংশ নিয়েছিলাম। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
পরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে এবং একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে কথা বলেছি। টেকসই গণতন্ত্রের ব্যাপারে কথা বলেছি। এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবও আমাদের বেশিরভাগ বক্তব্যে সমর্থন প্রকাশ করে বলেছেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে সহযোগিতা করবেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী। তাকে জামায়াতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের সভাপতি আবু জাফর কাশেমী বলেছেন, আমাদের দলের আরেক অংশ আছে। যারা পতিত সরকারের সময় নির্বাচন করে অনেক ফায়দা লুটেছে।
৬ মিনিট আগেবিদ্যমান ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে পুরানো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য দলিল হিসেবে কাজ করবে।
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ধারণ করতে পারছে না বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটি এনসিটিবি থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি করেছে।
৩ ঘণ্টা আগেসরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে ‘মার্চ টু দুদক’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। রোববার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে এ মার্চ শুরু হয়।
৩ ঘণ্টা আগে