স্টাফ রিপোর্টার
আগামী ডিসেম্বর বা পরের বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আপনি (ড. ইউনূস) পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনার এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নিবে না।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গতকালকে আমাদের ফরিদা আপা (মৎস্য উপদেষ্টা) বললেন, উনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে জনগণ। তাহলে এই দেশে নির্বাচন কমিশন আছে কেন? যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাদের স্মরণ করিয়ে দেওয়া হয়।
উপদেষ্টা ফরিদা আখতারের স্বামী কবি ফরহাদ মজহারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অবশ্য ওনার স্বামী, আমাদের ভাই সাহেব, ফরহাদ মজহার সাহেব গত ২/৩ দিন আগে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লুটেরাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কি আর বলবো। যে নির্বাচন ও ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকার ও সাংবাদিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন; সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন অগণতান্ত্রিক শক্তিকে মাঝ পথে আপানারা সুবিধা দিচ্ছেন?
তিনি আরো বলেন, কাদেরকে সুবিধা দেয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর-জুন এসবে আসা-যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি (ড. ইউনূস) পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি। আপনার এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নিবে না।
প্রধান উপদেষ্টাকে লক্ষ করে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন, আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন, কথা দিয়েছিলেন- আপনাদের সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে। আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি, কথা বলেছি এবং তাদের নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে। নির্বাচন কমিশন বলেছে, তারা জুন মাসের মধ্যে নির্বাচন দেয়ার জন্য উদগ্রীব। এখন সেই কথা যদি আমরা বলি, তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি; জানিনা কেন এদেশের গণতান্ত্রিক শক্তি এগুলোর সমর্থনে কথা বলতে উচ্চকৃত হচ্ছেন না।
তিনি বলেন, আমাদের অনেক রকমের তিক্ত অভিজ্ঞতা আছে, যারা ১/১১ করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় দুই বছর পর্যন্ত ছিলেন। সেই ১/১১ এর মইনুদ্দিন-ফখরুদ্দিনের কথা আপনাদের মনে নেই? বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেনি? আমরা ঘর পোড়া গরু, সিধুরে মেঘ দেখলেই ভয় পাই।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা ফিরে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থেকে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক এবং গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছিল।
বিএনপি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যত দ্রুত সম্ভব আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের রোগাক্রান্ত সংবিধান যথাযথ সংস্কারের মধ্য দিয়ে, অধিকতর সংস্কার, সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই। যেই সংবিধানের ভেতর দিয়ে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে। অর্থনৈতিক মুক্তি ঘটবে এই দেশের জনগণের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি আসতে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছিলাম, সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার সমানতরাল দাঁড় হয়ে গেছে। অনেকগুলো কমেন্টস দেখছি, নির্বাচনের কথা বললেই এরকম সমালোচনা, যেন চোখে দেখা যায় না। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উলটা দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এইটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল?
এ সময় প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা তিনবার ডিগবাজি দেবেন।
১ ঘণ্টা আগেসংস্কার প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শনিবার সকাল ১০ টা ২৫ মিনিটে শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগেনির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার (২৭ এপ্রিল) মতবিনিময়ে বসছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের লেডিস ক্লাব (এলডি) হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করে। তারপর গত দুই মাসে দলটির কেন্দ্রীয় কমিটির তিনটি সাধারণ সভা হয়েছে। এ ছাড়া ছোটবড় অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা।
৫ ঘণ্টা আগে