Ad T1

ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি: প্রথম আলোকে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমীর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ৩০
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই।
সোমবার দুপুরের পর নিজের ভ্যারিফাইড পেজে স্টাট্যাস দিয়ে তিনি এ কথা বলেন। তার স্ট্যাটারে পর নববর্ষের দিনেও আলোচানর শীর্ষে ছিলো বিষয়টি।
তিনি বলেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান।
জামায়াত আমীর আরও বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
স্টাটাস
অল্প সময়ের মধ্যে জামায়াত আমীরের পোস্টে লাইক পড়ে ২৩ হাজারের বেশি। কমেন্ট পড়ে চার হাজারের বেশি। আর শেয়ারও হয়েছে ৩ হাজারের বেশি।
শফিকুর রহমানের কমেন্টে মেহিদি হাসান নামের একজন লেখেন, আপনাকে ধন্যবাদ "প্রথম আলো " বিপক্ষে প্রতিবাদ করার জন্য।
এমডি ইবরাহিম নামের একজন বলেন, এ ব্যাপারে সঠিক তদন্ত করে শাস্তির দাবি করছি।
২০০৭ সালে ধর্ম অবমাননার কারণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা ও তওবা করেন মতিউর রহমান। তওবা করে বলেছিলেন ‘ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না।

বিষয়:

জামায়াত
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত