Ad T1

‘হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবে ভারত’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬: ২০
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বলেছেন, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবে ভারত। বাংলাদেশের বিশেষ দলের সাথে সম্পর্ক তৈরি না করে, দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ‘ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ জমানার মতো ভারত যদি বাংলাদেশকে ক্লাইন্টস্টেট করতে চায়, যদি মনে করে বাংলাদেশ অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এ চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। বাংলাদেশের বিশেষ দলের সাথে সম্পর্ক তৈরি না করে, দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন।
তিনি আরও বলেন, দু'দিন আগে দেখলাম, ভারত আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম, সেটা তারা বন্ধ করে দিয়েছে। আমরা এই ট্রান্সশিপন্টমেন্ট দিয়ে নেপাল, ভুটানের মতো দেশে বাণিজ্যিক পণ্য রপ্তানি করতে পারতাম। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ নিয়ে তিনি বলেন, ফিলিস্তিনে এই গণহত্যার বিরুদ্ধে, এই জায়নবাদী হামলা-আক্রমণের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমাদের সরকারকে বলতে চাই, দুই-তিনটা কাজ আপনারা করতে পারেন। প্রথমত- আমাদের পাসপোর্টে আগে যেভাবে ইসরাইলকে নিষিদ্ধের কাতারে নিয়ে যাওয়া হয়েছিল, পাসপোর্টে এখন সেভাবে উল্লেখ থাকা দরকার।
দ্বিতীয়ত- হাসিনা সরকার ইসরায়েলের আড়িপাতা যন্ত্র ইউরোপের বিভিন্ন দেশ এবং কোম্পানির মধ্য দিয়ে বাংলাদেশে আমদানি করেছিল। গত ১৫ বছর তারা আমাদের উপর গোয়েন্দাগিরি করতে গিয়ে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করেছে। যেভাবে এসকল প্রযুক্তি আমদানি করা হয়েছে, এগুলো খোলামেলা দেশবাসীর কাছে প্রকাশ করে বন্ধ করতে হবে। এছাড়াও ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত