Ad T1

১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সফলের আহ্বান

ট্রান্সশিপমেন্ট বাতিল করে অপ্রতিবেশীসুলভ আচরণ করেছে ভারত: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৬: ৫০
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৭: ২২
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেছেন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মধ্য দিয়ে ভারত চিরাচরিত অপ্রতিবেশীসুলভ আচরণ করেছে। ভারতকে মনে রাখতে হবে তার উত্তর পূর্বঞ্চলীয় ৭টি রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের ট্রানজিট সুবিধা প্রয়োজন। ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনর্বহাল না করে, তাহলে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতের সকল ট্রানজিট সুবিধা বাতিল করতে হবে।
বুধবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকে আরো বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে হিন্দু শাস্ত্রে বর্ণিত উৎসব ‘চৈত্রসংক্রান্তি’ পালনে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানকে বাধ্য করার অধিকার সরকারের নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে চিরায়ত মুসলিম বাংলার ঐতিহ্যের আলোকে। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের নিজস্ব পরিমণ্ডলে ধর্মীয় আচার উদযাপন করতে পারে। সার্বজনীনতার নাম দিয়ে পহেলা বৈশাখে বিভিন্ন অপসংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আরবের হিজরি সনকে অনুকরণ করে ভারতের মুসলিম সম্রাট ও জোতির্বিদের উদ্ভাবিত বাংলা সন উদযাপনে কোনো প্রকার অনৈসলামিক কার্যক্রম বরদাশত করা হবে না। সরকারকে অবিলম্বে চৈত্রসংক্রান্তি বাধ্যতামূলক পালনের নির্দেশনা প্রত্যাহার করতে হবে। আমরা দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাচ্ছি।
বৈঠকে ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সফলের আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় গণহত্যা বন্ধ ও ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার জন্য আন্তর্জাতিক বিশ্বকে তাদের নৈতিক দায়িত্বপালন করতে হবে। বিশ্বজুড়ে ইসরাইলি পণ্য বয়কট করা এবং মদদদাতা রাষ্ট্রসমূহের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন অবিলম্বে শুরু করতে অন্তর্বর্তী সরকারের জোর তৎপরতা দাবি করছি।
নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, নুর হোসেন, মাওলানা নুরুল হক, মাওলানা নুরুল আমিন, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত