Ad T1

বগুড়ায় জামায়াত কর্মী হত্যা পরিকল্পিত: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৯: ৫৮
ফাইল ছবি
বগুড়া জেলার শেরপুর উপজেলায় জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে মুঠো ফোনে ডেকে নিয়ে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়ে বলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে দুর্বৃত্তরা মুঠো ফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, নিহত জামায়াত কর্মী কাবিল উদ্দিনের পরিবারের লোকেরা জানিয়েছেন যে, তাদের এলাকার দুর্বৃত্তদের অন্যায় ও অসৎ কাজে বাধা দেওয়ার কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। কাবিল উদ্দিনের হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
নিহত কাবিল উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে কাবিল উদ্দিনকে (৩৯) মোবাইলে পার্শ্ববর্তী গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি গ্রামস্থ একটি বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। তাকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় ১৩ জনের নামে মামলা করেছেন নিহতের বাবা।

বিষয়:

জামায়াত
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত