স্টাফ রিপোর্টার
নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী ১৬ এপ্রিল তাদের সময় দিয়েছেন। ওইদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি।
বিএনপির সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষায় গুরুত্ব পেয়েছে জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ।
গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে তার দেশে ফেরার কথা রয়েছে।
সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো 'নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে' বলেও আশা প্রকাশ তিনি। কিন্তু বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করলেও সরকার সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে যদি ভোটের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে তা আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও আপত্তি থাকবে না বিএনপির।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি যদি চিকিৎসক হয়ে সংখ্যালঘু না হই, তাহলে হিন্দু হলে সংখ্যালঘু বলবে কেন? আমরা ধর্ম ও পেশার ভিত্তিতে সমাজের বিভাজনকে ঘৃণা করি। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, আমরা তার পক্ষে।
১১ ঘণ্টা আগেজনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
১৫ ঘণ্টা আগেদিল্লী অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, ভারতের সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লী অভিমুখে লংমার্চ করা হবে।
১৬ ঘণ্টা আগে