স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি তার ওপর আস্থা রাখে। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন।
শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়’- স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য প্রতিক্রিয়ায় সেলিমা রহমান বলেন, ‘দেশ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে অঙ্গীকার করেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি। গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে। গত ১৫ বছরে নির্বাচনি ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রুপান্তর করেছে’ বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আমরা বাকশাল করতে চাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালি চিন্তা। যেটা শেখ হাসিনার পিতা করেছিল।
৬ মিনিট আগেবাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের সভাপতি আবু জাফর কাশেমী বলেছেন, আমাদের দলের আরেক অংশ আছে। যারা পতিত সরকারের সময় নির্বাচন করে অনেক ফায়দা লুটেছে।
৪২ মিনিট আগেবিদ্যমান ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে পুরানো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য দলিল হিসেবে কাজ করবে।
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ধারণ করতে পারছে না বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটি এনসিটিবি থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি করেছে।
৩ ঘণ্টা আগে