স্টাফ রিপোর্টার
জাতিসংঘের মহাসচিব সংস্কার বিষয়ে কোন মন্তব্য করেছেন কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোন কথা বলেননি, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই গোলটেবিল টা কেন, আমি আসলে বুঝিনি আর কী।
শনিবার দুপুর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিব কে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।
সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলছি বিএনপি মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।
নির্বাচন নিয়ে কোন টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিব কে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন?
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের সভাপতি আবু জাফর কাশেমী বলেছেন, আমাদের দলের আরেক অংশ আছে। যারা পতিত সরকারের সময় নির্বাচন করে অনেক ফায়দা লুটেছে।
১৫ মিনিট আগেবিদ্যমান ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে পুরানো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য দলিল হিসেবে কাজ করবে।
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ধারণ করতে পারছে না বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটি এনসিটিবি থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি করেছে।
৩ ঘণ্টা আগেসরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে ‘মার্চ টু দুদক’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। রোববার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে গণজমায়েত হয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে এ মার্চ শুরু হয়।
৩ ঘণ্টা আগে