ইউনিভার্সিটি লিডারশিপ ক্যাম্পে গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ হলো যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের সংকট পূরণে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হবে। মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সোমবার রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্সে ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ইউনিভার্সিটি লিডারশিপ ডেভেলপমেন্ট ক্যাম্পে তিনি একথা বলেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি।
সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশে যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্ররাজনীতির প্রতি নেতিবাচক ধারণা থেকে বের হতে হলে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্বশীলদের আরও যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদের মাঝে ছাত্ররাজনীতির প্রতি ইতিবাচক ধারণা আনয়নে দায়িত্বশীলদেরকে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান।
প্রোগ্রামে ছাত্রসংসদ নির্বাচন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা, ক্যাম্পাস পরিস্থিতি, দক্ষ নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা হয়। প্যানেল ডিসকাশন সেশনে মেহমানবৃন্দ ও উপস্থিত দায়িত্বশীলদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সেশন অনুষ্ঠিত হয়।
এতে আরও বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, দেলাওয়ার হোসেন ও সালাহউদ্দিন আইউবী। এছাড়া শিক্ষাবিদ, সাংবাদিক, ইসলামিক স্কলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন আউটডোর ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামরে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রস্তাবিত ‘আচরণ বিধিমালা’ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ি থেকে বিক্ষোভ শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৃহত্তর তেজগাঁও শাখা।
৭ ঘণ্টা আগেরোজায় সরকারের বিশেষ পদক্ষেপ এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। এখন আবার সবজিসহ দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে। বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হতে হবে। কারণ রমজানের পর বাজারে আবারো পূর্বের সিন্ডিকেট সক্রিয় হয়েছে।
৮ ঘণ্টা আগে