Ad T1

নিয়ম না মানলেই বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৩৭

মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে ক্রমশই বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই ব্যবহার করেন মেটার মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি। ব্যবহার বেড়েছে অফিশিয়ালি কাজেও। তবে নিয়ম না মানলে যেকোনো সময় বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি। সম্প্রতি এক মাসিক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। একই সঙ্গে ভবিষ্যতে আরো অ্যাকাউন্ট বন্ধ করার ইঙ্গিত দিয়েছে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন অ্যাকাউন্ট বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে চাইলে Acceptable Use of Our Services - এ প্রবেশ করে দেখে নেওয়া যাবে প্ল্যাবফর্মটি ব্যবহারের যাবতীয় শর্তাবলী।

মোটকথা ব্যবহারকারীর কার্যকলাপে অন্যদের অসুবিধা বা ভয়ের কারণ হয়ে দাঁড়ালে শর্তাবলী লঙ্ঘন হিসেবে বিবেচনা করে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে যেমন রয়েছে সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য; তেমনই রয়েছে স্প্যাম, স্ক্যামের মতো মেসেজও। আনঅফিশিয়াল অ্যাকাউন্টও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত