Ad T1

জিম্বাবুয়েকে খাটো করে দেখছেন না শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২০: ২৯

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। দুটি সাদা পোশাকের ম্যাচ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে আফ্রিকান দলটি। শক্তির বিচারে আসন্ন সিরিজে এগিয়ে থাকবে স্বাগতিকরা। এরপরও জিম্বাবুয়েকে খাটো করে দেখছেন না দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শান্ত বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক সিরিজেই অনেক চ্যালেঞ্জ থাকে। জিম্বাবুয়ে সিরিজেও তেমন চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না আমাদের। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে তার সবকিছুই থাকবে।’

শান্ত আরও বলেন, ‘কিভাবে ভালো প্রস্তুতি নিয়ে নিয়ে আমরা শুরু করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বরাবরই বলেছি কোনো দলই ছোট নয়। আমাদের দলের ক্রিকেটাররাও এমন চিন্তা করছে না। আমার বিশ্বাস মিডিয়া বা সাধারণ মানুষও জিম্বাবুয়েকে ছোট বা বড় দল, এভাবে ভাবছে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিরিজে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত