স্পোর্টস রিপোর্টার
হুট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবার নেতিবাচক দিকে আলোচনা তৈরি করেছে মূলত রেলিগেশন অঞ্চলে থাকা শাইনপুকুর। গুলশানের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে দলটির দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বিরের আউট হওয়ার ধরন। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ‘আকু’। তবে তদন্তের শুরুটা যেভাবে হয়েছে, সেটা নিয়েও হচ্ছে নানা ধরনের আলোচনা। ভিডিও ফুটেজ, ছবি, এমনকি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থাকার পরও গতকাল একাডেমি মাঠে ঘটনার পুনঃমঞ্চায়ন করে আকু।
গতকাল বেলা ২টার দিকে হুট করে দুই অভিযুক্ত ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদকে নিয়ে একাডেমি মাঠে প্রবেশ করেন তদন্তকারী সংস্থা আকুর প্রধান রাইয়ান আজাদ ও তদন্ত-সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা। তাদের সামনে প্রায় ১০ মিনিট ধরে দুই অভিযুক্ত ব্যাটার ম্যাচে হওয়া কাণ্ড পুনঃমঞ্চায়ন করে দেখান। প্রায় ১০ মিনিটের ওই পুনঃমঞ্চায়নের ঘটনাটি পুরো ক্যামেরাবন্দি করা হয়। এরপর আকু কর্মকর্তা ও অভিযুক্ত ক্রিকেটাররা একাডেমি মাঠ থেকে বের হন। এর আগে-পরে আকু অভিযুক্ত ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করেছে। টিভিতে দেখানো ম্যাচের যথেষ্ট পরিমাণ ভিডিও ফুটেজ আছে। এরপরও কেন একাডেমি মাঠে তাদের আউট হওয়ার ধরন পুনরায় ক্যামেরাবন্দি করা হলো! পুনঃমঞ্চায়নের বিস্ময়কর এ ঘটনার পর আকু-প্রধান রাইয়ান আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার সেলফোনে কথা বলার অনুমতি চেয়ে ম্যাসেজ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। তাই যথেষ্ট ভিডিও ফুটেজ থাকার পরও কেন সেই বিতর্কিত ও সন্দেহজনক আউটের দৃশ্য পুনঃমঞ্চায়ন করা হলো, তার কারণ জানা যায়নি।
শুধু রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বিরের আউট হওয়ার ধরন নয়, গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের বেশিরভাগ ব্যাটারের আউট হওয়ার ধরন নিয়েও আছে প্রশ্ন। এমনকি ব্যাটিং অর্ডারও অদল-বদল করেছে দলটি। অথচ গুলশানের বিপক্ষে হাতে থাকা ম্যাচটি নিজেদের করে নিতে পারলে রেলিগেশন লিগ খেলা ঠেকাতে পারার সামান্য সুযোগ থাকত দলটির জন্য। এমন দৃষ্টিকটু ভঙ্গিতে নাগালে থাকা ম্যাচ ইচ্ছেকৃতভাবে হারা ক্রিকেট মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে গত পরশু রাতে ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিসের সদস্য সচিব আদনান রহমান দীপন আমার দেশকে বলেন, ‘শাইনপুকুর-গুলশান ম্যাচ নিয়ে যা তথ্য পেয়েছি, এটা খুবই বিস্ময়কর। আমরা ইতোমধ্যে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট, ডিসিপ্লিনারি কমিটি ও ডিপিএল টেকনিক্যাল কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা নিজেদের মতো করে বিষয়টি তদন্ত করবে। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হবে।’
একাডেমি মাঠে আকুর ঘটনার এমন পুনঃমঞ্চায়নের পর ডিপিএল কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল আমার দেশকে বলেন, ‘আকু স্বাধীনভাবে তদন্ত করছে। তারা কীভাবে কী করবে- সেটা একদমই তাদের ব্যাপার। আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করছি না। আসলেই যদি ফিক্সিংয়ের মতো ঘটনা হয়, তাহলে এর জন্য শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন সাহস কেউ না পায়।’
এদিকে যাদের বিরুদ্ধে ‘ফিক্সিংয়ের’ অভিযোগ উঠেছে, সেই রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বিরের সঙ্গে বেশ কবার যোগাযোগ করা হয়েছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য। কিন্তু এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একাডেমি মাঠ থেকে বের হওয়ার সময় তাদের দেখা পাওয়া গেলেও কোনো মন্তব্য করেনি। এর আগে অবশ্য গত পরশু রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে মিনহাজুল আবেদিন সাব্বির জানান, তার মনোযোগ উইকেটরক্ষকের দিকে থাকায় বুঝতে পারেননি ব্যাট পপিং ক্রিজ স্পর্শ করেছে কি না!
সাম্প্রতিক এই ইচ্ছেকৃত আউট এবং ক্রিকেট দুর্নীতি নিয়ে ক্রিকেট কোচ শহিদুল আলম রতন বলেন, ‘এটা বড় লজ্জার বিষয়! এই ন্যক্কারজনক ঘটনা ভাইরাল হয়ে গেছে। লোকে যখন প্রশ্ন করা শুরু করেছে, তখন আমরা এটা ধামাচাপা দেওয়ার জন্য ফাঁকফোকর খোঁজার কসরত করছি। পেছনের কয়েক বছর ধরে এমনসব ঘটনা আমাদের ক্রিকেটের অনেক ক্ষতি করে ফেলেছে। বর্তমান ক্রিকেট প্রশাসনের কাছ থেকে আমরা অবশ্যই এমনসব বিষয়ে ভালো ও সমাধানযোগ্য কিছু আশা করি। যারা এসব ন্যক্কারজনক ঘটনায় জড়িত ছিল, তাদের অবশ্যই কঠিন শাস্তির আওতায় আনতে হবে।’
থলের বিড়াল বেরিয়ে গেছে। বিসিবি কী পারবে গলায় ঘণ্টা বাঁধতে, নাকি বরাবরের মতো হাত কচলে এবারও ‘ওসব কিছু হয়নি’ বলে অন্যায়-অপরাধ ধামাচাপার চেষ্টা চলবে?
কোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
২ মিনিট আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
২ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৪ ঘণ্টা আগে