Ad T1

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ম্যাচ অফিসিয়াল থাকছেন যারা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৬: ৫৩

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। সে টেস্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন। অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওর্থকে। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে কুমার ধর্মসেনা ও তানভীর আহমেদ।

সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল। ম্যাচটির ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সে টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন। অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড কেটেলবরো। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে গাজী সোহেলকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত