স্পোর্টস রিপোর্টার
ডিপিএলে কিছুক্ষণ আগেই লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চির প্রতিদ্বন্দ্বী দলের মতো আবাহনী লিমিটেডের জয়টাও নিশ্চিত ছিল। কেবলমাত্র দেখার বাকি ছিল জয়ের ব্যবধান। সে অপেক্ষা শেষ হয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনীর ৮০ রানের জয়ে। দলের জয়ের দিনে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মমিনুল হক সৌরভ।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে মমিনুল ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে স্কোরবোর্ডে ৩১০ রান তোলে আবাহনী। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মমিনুল। ৭৪ বল খেলেন তিনি। ৭১ রানের ইনিংস খেলেন মিঠুন। ২৮ রান এনে দেন মাহফুজুর রাব্বি।
জবাবে ২৩০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাইশুকুর রহমান। মিজানুর রহমানের অবদান ৪৫ রান। অলক কাপালির ব্যাট থেকে আসে ৩৩ রান। এছাড়া ২০ রান করেন ইমতিয়াজ হোসেন।
সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
৫ ঘণ্টা আগে