Ad T1

জুটি ভেঙে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ০৫
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ৪৪
নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিং করছে নিগার সুলতানা জ্যোতিরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। দলীয় ৬ রানে সারাহ ফোর্বসকে হারায় আইরিশরা। রান আউটের ফাঁদে পড়ার আগে ৪ রান করেন এই ওপেনার। সে ধাক্কা সামাল দেন গ্যাবি লুইস ও এমি হান্টার।
দ্বিতীয় উইকেটে ৫০ রান তোলেন এই দুই ব্যাটার। জান্নাতুল ফেরদৌসের করা ইনিংসের ১৪তম ওভারে লুইস প্যাভিলিয়নের পথ ধরলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ২৪ রান করেন লুইস।
বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারিয়েছে সারোয়ার ইমরানের শিষ্যরা। বিপরীতে বিশ্বকাপে উঠার মিশনে শুরুটা খুবই বাজে হয়েছে আয়ারল্যান্ডের। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ইউরোপের দলটি। তাই আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই আইরিশ মেয়েদের জন্য।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত