Ad T1

শঙ্কা দূর করে জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ০৩
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২১: ১৬
শুরুর গোলের ওপর দাঁড়িয়ে প্রায় জিতেই যাচ্ছিল লিভারপুল। ম্যাচের শেষদিকে নিজেদের ভুলে গোল হজম করলে পয়েন্ট ভাগের শঙ্কা জাগে অলরেড শিবিরে। যদিও শেষ পর্যন্ত সে শঙ্কা দূর করে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি জিতেছে লিভারপুল।
অ্যানফিল্ডে ম্যাচের ১৮ মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮৫ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে স্বাগতিকরা। পরের মিনিটে স্বাগতিক দলের ফুটবলার অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ওয়েস্ট হ্যাম। সফরকারীদের এক পয়েন্টের স্বপ্ন পূরণ হতে দেননি ভার্জিল ফন ডাইক। নির্ধারিত সময়ের এক মিনিট আগে তার গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। তাতেই জয় নিশ্চিত হয় জায়ান্টদের।
এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল লিভারপুল। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। ৩৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যামের অবস্থান ১৭ তে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত