Ad T1

আবাহনীর বড় জয়

ক্রিকেটের মতো ফুটবলেও মোহামেডানের রঙিন দিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২০: ২৭
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মতো ফুটবল ম্যাচে শনিবার (১২ এপ্রিল) মাঠে নেমেছিল দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী। তবে ভিন্ন ভিন্ন ম্যাচে। প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের মুখে দেখেছে দুদলই। বসুন্ধরা কিংসকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারায় মোহামেডান। তাদের এই জয়ের নায়ক জোড়া গোলদাতা মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। অপর ম্যাচে গাজীপুরের মাঠে আবাহনী ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে। আবাহনীর হয়ে জোড়া গোল করেন রাফায়েল অগাস্তো। মুন্সীগঞ্জের মাঠে অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।
এ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম রাউন্ডের খেলা শেষ হয়েছে। বসুন্ধরা কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো সুসংহত করল মোহামেডান। ১১ ম্যাচের তাদের অর্জন এখন সর্বোচ্চ ৩০ পয়েন্ট। তাদের সমান ম্যাচ খেলে আবাহনীর অর্জন ২৬ পয়েন্ট। তারা টেবিলের দুই নম্বরে রয়েছে। তিন নম্বরে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অর্জন ২০ পয়েন্ট। এর পরের সারিতে রয়েছে রহমতগঞ্জ (১৮ পয়েন্ট) ও ফর্টিস এফসি (১৭ পয়েন্ট)।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচটি শুরু থেকেই উত্তাপ ও উত্তেজনা ছড়ায়। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুদল গোলও পায়। ১৯ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। বাঁ দিক থেকে লম্বা পাসে বল পেয়ে যান এই স্ট্রাইকার। কিংসের গোলরক্ষক শ্রাবণ এগিয়ে আসেন। তার সঙ্গে ছিলেন ডিফেন্ডার ডেসিয়েলও। এ দুজনের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে দেন দিয়াবাতে। অবশ্য কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচে ১-১ সমতায় ফেরে কিংসও। ২৫ মিনিটে তাদের পক্ষে গোল করেন রাকিব হোসেন। ফ্রি কিক থেকে বল পেয়ে বক্সের মুখ থেকে জোড়ালো শট নিয়েছিলেন সোহেল রানা। অবশ্য ক্লিয়ার করেছিলেন মোহামেডানের গোলরক্ষক সুজন। কিন্তু বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে গোল করেন রাকিব।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বড় ধাক্কা খায় কোচ ভ্যালেরিও তিতার দল। ১০ জনের দলে পরিণত হয় কিংস। ৪৮ মিনিটে মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডেকে পেছন থেকে টেনে ধরেন রিমন। এতে হলুদ কার্ড দেখেন। আগেও তার নামের পাশে একটি হলুদ কার্ড ছিল। ফলে দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। ১০ জনের দলে পরিণত হওয়া কিংস স্কোর লাইন ধরে রেখেছিল। তবে নির্ধারিত সময়ে ৪ মিনিট আগে আরেকটি গোল খেয়ে বসে কিংস। ৮৬ মিনিটে ডান দিকে লম্বা পাসে বল পেয়ে যান দিয়াবাতে। এবারও গোলরক্ষক ও এক ডিফেন্ডারের বাধার মুখে পড়েন এই বিদেশি। তবে সফলভাবে তাদের পরাস্ত করে বল কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত