Ad T1

নববর্ষের ছুটিতে দেশ, ক্রিকেটাররা ব্যস্ত অনুশীলনে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৩: ১৯
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০: ২৯
বাংলা নববর্ষের প্রথম দিনে সারা দেশে উৎসবের আমেজ। রমনা, চারুকলা, বিজয় সরণি কিংবা ধানমন্ডি লেকের আশেপাশে লোকে লোকারণ্য। ছুটির আমেজে পুরো দেশ। তবে ঠিকই কাজে ব্যস্ত রয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে বর্ষবরণের প্রথম দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে কাটিয়েছেন। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই শুরু তাদের আন্তর্জাতিক মিশনের প্রস্তুতি।
চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই টেস্ট ম্যাচের সিরিজ। সিরিজের প্রথম টেস্ট সিলেটে। দ্বিতীয় এবং শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল।
এই সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প, যার দ্বিতীয় দিনে, আজ সোমবার (১৪ এপ্রিল), বাংলা নববর্ষের দিন, পুরো দল হাজির সিলেটে।
প্রথম দিন গতকাল রবিবার, উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। আজ দেখা গেছে জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ সব খেলোয়াড়কে। মাঠে ছিলেন প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফরাও।
জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল ঢাকা আসছে। দুই টেস্ট ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত