স্পোর্টস রিপোর্টার
বাংলা নববর্ষের প্রথম দিনে সারা দেশে উৎসবের আমেজ। রমনা, চারুকলা, বিজয় সরণি কিংবা ধানমন্ডি লেকের আশেপাশে লোকে লোকারণ্য। ছুটির আমেজে পুরো দেশ। তবে ঠিকই কাজে ব্যস্ত রয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে বর্ষবরণের প্রথম দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে কাটিয়েছেন। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই শুরু তাদের আন্তর্জাতিক মিশনের প্রস্তুতি।
চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই টেস্ট ম্যাচের সিরিজ। সিরিজের প্রথম টেস্ট সিলেটে। দ্বিতীয় এবং শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল।
এই সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প, যার দ্বিতীয় দিনে, আজ সোমবার (১৪ এপ্রিল), বাংলা নববর্ষের দিন, পুরো দল হাজির সিলেটে।
প্রথম দিন গতকাল রবিবার, উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। আজ দেখা গেছে জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ সব খেলোয়াড়কে। মাঠে ছিলেন প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফরাও।
জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল ঢাকা আসছে। দুই টেস্ট ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।
১৭ মিনিট আগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা দলটির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়ে গত আসরের রানার্সআপরা।
৪ ঘণ্টা আগেস্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫ ঘণ্টা আগেজিততে হলে চাই ১৭৪ রান। হাতে সময় দেড় দিন বাকি। টার্গেট তেমন কঠিন কিছু নয়। সেই রান তাড়ায় ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৯৫ রান। সহজ জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু টেস্ট ক্রিকেট যে রোমাঞ্চ পছন্দ করে! সিলেট টেস্ট শেষ পর্যন্ত জিম্বাবুয়েই জিতল সেই রোমাঞ্চের সুরভী ছড়িয়ে।
৬ ঘণ্টা আগে