প্রিমিয়ার লিগ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরু হয়েছে। গতকাল এগারোতম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ এফসি। রহমতগঞ্জ ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। অপর ম্যাচে পুলিশ এফসি ৩-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। এ নিয়ে লিগে দশম হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। তবে জয় পেলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই আছে রহমতগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার ঘাড়ে নিশ্বাস ফেলছে তারা। কেননা ১০ ম্যাচে কিংসের অর্জন ২০ পয়েন্ট। অন্যদিকে টেবিলে সাত নম্বর থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পুলিশ এফসি।
মুন্সীগঞ্জের মাঠে ম্যাচের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চাপ তৈরি করে রহমতগঞ্জ। ২৮ মিনিটে তানভীরের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪৫ মিনিটে বোয়েটাং গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কোনো গোল শোধ করতে পারেনি বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। গাজীপুরে অপর ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেছে পুলিশ এফসি। তাদের পক্ষে জোড়া গোল করেন বাবুল। ৭১ ও ৮৫ মিনিটে দুটি গোল করেন তিনি। ৭৮ মিনিটে অপর গোলটি করেন দীপক। আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও মোহামেডান লড়বে। গাজীপুরের মাঠে আবাহনীর প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জের মাঠে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি খেলবে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে দেশ ছেড়েছেন নাহিদ রানা। তারেআগে এই গতি তারকা জানিয়েছেন, পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট থেকে নতুন কিছু শিখতে চান তিনি।
২ মিনিট আগেকোপা দেল রের ফাইনালের মঞ্চ। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। ধ্রুপদী এই লড়াইয়ের আগে একদফা নাটক হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী দুজন বোর্ড পরিচালক হলেন- বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান মাহবুবুল আনাম।
৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার ফুটবল লিগে আজ আকর্ষণীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এবারে মৌসুমে এই দুই দলের তৃতীয় লড়াই এটি।
৫ ঘণ্টা আগে