Ad T1

প্রিমিয়ার লিগ ফুটবল

রহমতগঞ্জ ও পুলিশের জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২২: ০০
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরু হয়েছে। গতকাল এগারোতম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ এফসি। রহমতগঞ্জ ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। অপর ম্যাচে পুলিশ এফসি ৩-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। এ নিয়ে লিগে দশম হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। তবে জয় পেলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই আছে রহমতগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার ঘাড়ে নিশ্বাস ফেলছে তারা। কেননা ১০ ম্যাচে কিংসের অর্জন ২০ পয়েন্ট। অন্যদিকে টেবিলে সাত নম্বর থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পুলিশ এফসি।
মুন্সীগঞ্জের মাঠে ম্যাচের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চাপ তৈরি করে রহমতগঞ্জ। ২৮ মিনিটে তানভীরের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪৫ মিনিটে বোয়েটাং গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কোনো গোল শোধ করতে পারেনি বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। গাজীপুরে অপর ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেছে পুলিশ এফসি। তাদের পক্ষে জোড়া গোল করেন বাবুল। ৭১ ও ৮৫ মিনিটে দুটি গোল করেন তিনি। ৭৮ মিনিটে অপর গোলটি করেন দীপক। আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও মোহামেডান লড়বে। গাজীপুরের মাঠে আবাহনীর প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জের মাঠে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি খেলবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত