স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে গত মার্চে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর। এবার বাংলাদেশের জার্সি পরতে মুখিয়ে আছেন আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান। তার সঙ্গে বাফুফের যোগাযোগ হয়েছে। তবে এখনো পাসপোর্ট পাননি সামিত। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সামিতের পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ এবং ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পেতে হবে। এরপর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত। গতকাল সামিতের সঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নানা বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘জুনে খেলার আশা করছেন সামিত। আনুষ্ঠানিকতার বিষয়টিও জানেন তিনি। আমরা তার জন্মনিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।’ আগামী ১০ জুন ঢাকায় এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে বাংলাদেশে আসতে অসুবিধা নেই সামিতের। তার জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। তাই তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ প্রয়োজন। সামিত এ পর্যন্ত কানাডার সিনিয়র দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। মেজর সকার লিগের পর কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন এই ফুটবলার।
সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগেসেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না।
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবা্দ সম্মেলনে হাজির হন প্রধান কোচ ফিল সিমন্স। যেখানে নিজেদের পরিকল্পনা, লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দলীয় পারফরম্যান্সজনিত ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
৪ ঘণ্টা আগে