Ad T1

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান সামিত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২২: ০০
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে গত মার্চে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীর। এবার বাংলাদেশের জার্সি পরতে মুখিয়ে আছেন আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান। তার সঙ্গে বাফুফের যোগাযোগ হয়েছে। তবে এখনো পাসপোর্ট পাননি সামিত। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সামিতের পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ এবং ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পেতে হবে। এরপর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত। গতকাল সামিতের সঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নানা বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘জুনে খেলার আশা করছেন সামিত। আনুষ্ঠানিকতার বিষয়টিও জানেন তিনি। আমরা তার জন্মনিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।’ আগামী ১০ জুন ঢাকায় এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে বাংলাদেশে আসতে অসুবিধা নেই সামিতের। তার জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। তাই তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ প্রয়োজন। সামিত এ পর্যন্ত কানাডার সিনিয়র দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। মেজর সকার লিগের পর কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন এই ফুটবলার।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত