তারুণ্যের উৎসব
স্পোর্টস রিপোর্টার
জমে উঠছে তারুণ্যের উৎসবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত যুব কাবাডির (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) জাতীয় পর্বের খেলা। কাবাডির এই আয়োজনকে ঘিরে পল্টন ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসব মুখর পরিবেশ।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ বাকল ও বালিকা মিলে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে জামালপুর ৩৫- ৩৪ পয়েন্টে ফরিদপুরকে, জয়পুরহাট ৩৫-২৪ পয়েন্টে বরিশালকে, লালমনিরহাট ৩১-২৩ পয়েন্টে নড়াইলকে, সিলেট ৩৩-৩২ পয়েন্টে সাতক্ষীরাকে, বরিশাল ৩৪-৩২ পয়েন্টে ময়মনসিংহকে, বিকেএসপি ৪২-২৫ পয়েন্টে জয়পুরহাটকে, ব্রাহ্মণবাড়িয়া ৪০-৩৪ পয়েন্টে রাঙ্গামাটিকে, দিনাজপুর ৫৮-১৮ পয়েন্টে চট্টগ্রামকে, বগুড়া ৪৪-৯ পয়েন্টে ফরিদপুরকে, গোপালগঞ্জ ১৯-১৪ পয়েন্টে জয়পুরহাটকে ও বিকেএসপি ৪৫-১১ পয়েন্টে ময়মনসিংহকে হারিয়েছে।
আর বালিকা বিভাগের খেলায় নড়াইল ৪৪-১৬ পয়েন্টে গোপালগঞ্জকে, ফরিদপুর ২২-১৩ পয়েন্টে সাতক্ষীরাকে, জয়পুরহাট ৪৪-১২ পয়েন্টে মৌলভীবাজারকে, রাঙ্গামাটি ২৩-১২ পয়েন্টে বগুড়াকে, মাদারীপুর ২৫-২২ পয়েন্টে নীলফামারীকে, বরিশাল ৩০-২৮ পয়েন্টে রংপুরকে, জামালপুর ৫৪-১৬ পয়েন্টে খাগড়াছড়িকে ও হবিগঞ্জ ১৮-১২ পয়েন্টে কিশোরগঞ্জকে হারিয়েছে।
দিনের সব খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও যুগ্ম সচিব ইসরাইল হাওলাদার।
গতকাল বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠে যুব কাবাডির জাতীয় পর্বের। বালক বিভাগে ১৭ টি ও বালিকা বিভাগে ১৬টি সহ মোট ৩৩ টি দল খেলছে জাতীয় পর্বে। উভয় বিভাগে চারটি করে গ্রুপ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। ১৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত ২০ জানুয়ারি শুরু হয় যুব কাবাডি প্রতিযোগিতা। ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে খেলা। ৮ জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে অংশ নেয়া দলের সংখ্যা ৫২৯টি। বালক বিভাগে অংশগ্রহণ করেছে ৩৩১ দল। আর বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। ৬১টি জেলায় মোট সাত হাজার চারশো ছয় জন খেলোয়াড় অংশ নিয়েছিল। সেখান থেকে ৪৪৮ জনের সঙ্গে বিকেএসপির ১৪ জন মিলে মোট ৪৬২ জন খেলোয়াড় জাতীয় পর্বে খেলছে।
জমে উঠছে তারুণ্যের উৎসবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত যুব কাবাডির (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) জাতীয় পর্বের খেলা। কাবাডির এই আয়োজনকে ঘিরে পল্টন ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসব মুখর পরিবেশ।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ বাকল ও বালিকা মিলে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে জামালপুর ৩৫- ৩৪ পয়েন্টে ফরিদপুরকে, জয়পুরহাট ৩৫-২৪ পয়েন্টে বরিশালকে, লালমনিরহাট ৩১-২৩ পয়েন্টে নড়াইলকে, সিলেট ৩৩-৩২ পয়েন্টে সাতক্ষীরাকে, বরিশাল ৩৪-৩২ পয়েন্টে ময়মনসিংহকে, বিকেএসপি ৪২-২৫ পয়েন্টে জয়পুরহাটকে, ব্রাহ্মণবাড়িয়া ৪০-৩৪ পয়েন্টে রাঙ্গামাটিকে, দিনাজপুর ৫৮-১৮ পয়েন্টে চট্টগ্রামকে, বগুড়া ৪৪-৯ পয়েন্টে ফরিদপুরকে, গোপালগঞ্জ ১৯-১৪ পয়েন্টে জয়পুরহাটকে ও বিকেএসপি ৪৫-১১ পয়েন্টে ময়মনসিংহকে হারিয়েছে।
আর বালিকা বিভাগের খেলায় নড়াইল ৪৪-১৬ পয়েন্টে গোপালগঞ্জকে, ফরিদপুর ২২-১৩ পয়েন্টে সাতক্ষীরাকে, জয়পুরহাট ৪৪-১২ পয়েন্টে মৌলভীবাজারকে, রাঙ্গামাটি ২৩-১২ পয়েন্টে বগুড়াকে, মাদারীপুর ২৫-২২ পয়েন্টে নীলফামারীকে, বরিশাল ৩০-২৮ পয়েন্টে রংপুরকে, জামালপুর ৫৪-১৬ পয়েন্টে খাগড়াছড়িকে ও হবিগঞ্জ ১৮-১২ পয়েন্টে কিশোরগঞ্জকে হারিয়েছে।
দিনের সব খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও যুগ্ম সচিব ইসরাইল হাওলাদার।
গতকাল বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠে যুব কাবাডির জাতীয় পর্বের। বালক বিভাগে ১৭ টি ও বালিকা বিভাগে ১৬টি সহ মোট ৩৩ টি দল খেলছে জাতীয় পর্বে। উভয় বিভাগে চারটি করে গ্রুপ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। ১৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত ২০ জানুয়ারি শুরু হয় যুব কাবাডি প্রতিযোগিতা। ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে খেলা। ৮ জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে অংশ নেয়া দলের সংখ্যা ৫২৯টি। বালক বিভাগে অংশগ্রহণ করেছে ৩৩১ দল। আর বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। ৬১টি জেলায় মোট সাত হাজার চারশো ছয় জন খেলোয়াড় অংশ নিয়েছিল। সেখান থেকে ৪৪৮ জনের সঙ্গে বিকেএসপির ১৪ জন মিলে মোট ৪৬২ জন খেলোয়াড় জাতীয় পর্বে খেলছে।
ডিপিএলে কিছুক্ষণ আগেই লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চির প্রতিদ্বন্দ্বী দলের মতো আবাহনী লিমিটেডের জয়টাও নিশ্চিত ছিল।
৩৫ মিনিট আগেঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়রথ অব্যাহত আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের সবশেষ ম্যাচে শনিবার (১৫ মার্চ) লিজেন্ডস অব রুপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ৯ মার্চ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪২২ রান জড়ো করে তারা।
২ ঘণ্টা আগেকলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত দলে জায়গা পেয়েছিলেন নেইমার জুনিয়র। এর মাধ্যমে ইনজুরি কাটিয়ে ১৬ মাস পর সেলেকাওদের দলে প্রত্যাবর্তন হয় তার। যদিও ইনজুরির কারণে অপেক্ষা বাড়ল তার।
৩ ঘণ্টা আগে